কাব্যক্রমে রূপম দেব
by
·
Published
· Updated
১| মন কেমনের দিনরাত্রি
বাতাসে হুইসেল
চাপা ফিসফাস ! কত ট্রেন আসে,
ট্রেন যায় ! তবু নিত্য অপেক্ষা ! এই বুঝি কড়া নড়ে !
ঝিম ধরা দুপুর
সম্বিতহীন ; সুনশান-নিস্তব্ধ আলেয়া !
দুচোখে চোরা স্রোত ! দৃষ্টি আনত ক্লান্ত দীঘি জলে !
পাঁজরে বেপরোয়া অসুখ !
চিনচিন ব্যাথা বেসামাল চাবুক ! তুমি বুঝলে
না ! চেনা ঠিকানায় এখন কি আর চিঠি পৌঁছে না ?
তবে কি বাড়ী
বদল না মন ! ঠিক বুঝি না !
মন কেমনের দিন- রাত্রি ভীষণ কালো ; সূর্য উঠে না !
২| মায়া নূপুর
চেনা স্বর ; নিঃস্বর
ঘোরলাগা সময় ; চুপচাপ ঈশ্বর !!
কোন্ সুর ; পায়ে নূপুর
বাজে কার; ঝিম ধরা লাটিম দুপুর !!
স্পর্শে নয় অনুভবে
কে আছো, দাও সাড়া মিহি দূরত্বে !!
তবু মায়া ; জলঘুম চোখে
ভাসে চন্দ্রভূক রাত বিরহী সাজে !!
শার্সিতে জলছাপ
কায়াহীন ছায়া ; আরক্ত অভিশাপ !!