অণুগল্পে রমেশ দে

শান্তি
মানবজাতির মনে যেন অসুরগুলো দাপিয়ে বেড়াচ্ছে। জগতে শান্তির বাতাবরণ যেন মানুষের দ্বারাই বিনষ্ট হতে চলেছে।আজ আর আমাদের মন গুলো ভালো চিন্তা করতে ভুলে গিয়েছে। কামনা, বাসনা, ক্রোধ, ঘৃণা এই অসুখ গুলো যেন আমাদের সমাজ জীবনে মাথা চাড়া দিয়ে উঠেছে। এই আসুরিক শক্তিগুলো যেন সুর শক্তি গুলোকে থামিয়ে দিচ্ছে। এই বিশ্বকে মহামানবের সাগরতীরে দাঁড় করানোর জন্য সুর শক্তি গুলোকে জাগ্রত করে, সমাজজীবনে, শান্তি ফিরিয়ে আনতে হবে। প্রত্যেকে এই সঙ্কল্প গ্রহণ করতে হবে,”এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।” এই মন্ত্র শয়নে, স্বপ্নে, জাগরণে উচ্চারিত করতে হবে,এ বিশ্বের পশুপাখি, গাছপালা, মানুষজন সবাই যেন শান্তির উদ্যানে বিচরন করতে পারে।