অণুগল্পে রমেশ দে

বউ
মা: খোকা তুই ভালো আছিস তো। অনেক দিন ফোন করিস নি কেন?
ছেলে: মা, এখন আমি বিয়ে করেছি। তোমাদের বউমার অনুমতি ছাড়া ফোন করতে পারবো না।
বাবা: খোকা বউমাকে নিয়ে আয়, দেখতে খুব ইচ্ছে করছে রে!
ছেলে: তোমাদের বউমা গেরামে গিয়ে থাকতে পারবে না। তুমি ভাইকে বলো তোমাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। এখন থেকে আমি আর তোমাদের টাকা দিতে পারবো না।
বাবা: তোকে আর টাকা দিতে হবে না। আমি আর হার্টের ঔষধ খায়নি। তোর ভাইয়ের তো রোজগার কম। সে আর পাবে কোথায়!
ছেলে: মা ঔষধ গুলো খাচ্ছে ?
বাবা: না রে, ঔষধ খাবার এতো টাকা পাবো কোথায়। যার ছেলে সরকারি চাকরি করে, তার বাবা, মায়ের যে বড়ো অভাব!!!
ছেলে: তোমরা বুঝো না কেন,বলো তো। যেদিন থেকে বিয়ে করেছি। খরচ অনেক বেড়ে গিয়েছে। শ্বশুরবাড়িতে টাকা পাঠাতে হয়। তোমাদের বউমাকে নিয়ে বিভিন্ন পার্টিতে যেতে হয়।
বাবা, মা: খোকা তুই চিন্তা করিস না। আমরা ভালো আছি। তোকে আর টাকা পাঠাতে হবে না রে! যদি তোর কিছু প্রয়োজন হয় জানাবি। আমরা ঠিক পাঠিয়ে দেবো। কারণ আমরা যে তোর বাবা, মা!!!