কবিতায় রত্না দাস

কিছু কথা আপসে
উইন্ডোপেনের শাটারের বাইরে মেঘ ঘন কালো হয়ে দাঁড়িয়ে আছে ঘাড় গোঁজ করে
তাদের ইচ্ছের গতি নির্ধারণ করা দূরূহ
তবুও মনে কী দ্বিধা রেখেছে…
ঠোঁট চেপে
মেঘেদের রহস্যাভাসে আরো গাঢ়ত্ব জমিয়ে তুলেছে আশমানী ঝলক
মৃদু গুরু গুরু গম্ভীর তান কথাকলি নাচের ভঙ্গিমায় —
আকাশের উদার হতে বাধা ছিল না
কোথাও যেন একটা অস্পষ্টতা আড়ালে আভাসে,
মন বোঝাবুঝির পালায় কে কতটা বিস্রস্ত হতে চাইলো
প্রশ্নের অপেক্ষায় —
অসমাপ্ত মিলনের আক্ষেপ,
বাতাসে আর্তরব ভেসে বেড়ালো আকাশের কোণে কোণে..
সজল কালো চোখের দীঘিতে অভিমান বাষ্প হয়ে অস্ফুটে সব কথা জমা রেখে দিল।