গদ্য কবিতায় রমেশ দে

ভ্রমন
স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেলো। যারা আগে এসেছিল তারা পেল,যারা পরে এসেছিল, তারা ফিরে গেলো। ট্রেনের কোনো কামরায় যাত্রীরা কেউ বা চিন্তায় অর্ধ মগ্ন । আবার কেউ বা ইচ্ছায় অর্ধনগ্ন। কেউ ঘুমন্ত, কেউ বা জাগ্রত। কারো চোখে হাসি। কারো চোখে দুঃখের ছায়া। ট্রেন এক স্টেশন থেকে আর এক স্টেশনে ছুটে চলেছে। গন্তব্য যেন অনেক দূর। সবাই যেন নিজের জগতে ফিরে যাবার জন্য জানালা দিয়ে ঘন্টা, মিনিটের কাঁটা গুলো কে হারিয়ে নিজে যেন পাড়ি দিতে চায়, নিজের দেশে। কেউ বা নিজের কর্ম জগতে গিয়ে খুঁজতে চায় সুখ। কেউ বা হাসপাতালে গিয়ে হারিয়ে দিতে চায় নিজের দুঃখ। কেউ বা কাজ থেকে ছুটি নিয়ে ঘুরে আসতে চায় স্বপ্নের জগতে। কেউ বা কাজের শেষে ফিরছে নিজের দেশে। এভাবেই ভ্রমন যেন সার্থকতা পেতে চায়।