কবিতায় ঋভু চট্টোপাধ্যায়

সে এক রূপকথা
উপলব্ধির সংস্কার বোধ থেকে জন্ম হওয়া
শারীরবৃত্তীয় রূপকথার ভেতরেই তুমি জন্ম।
এপর্যন্ত সকালের দরজায় এক কথায়
প্রকাশের রাস্তার পাশে, উত্তর দিকে
মুখ করে বসে থাকছে উনকোটি ভ্রুকুটি।
এখন ঠিক খিদে নেই, লোম ভেবে ছুঁয়ে থাকা
জঙ্গল বেঁচে আছে নিজস্ব দ্রাঘিমায়।
আমাদের শেষের পথের শুরু,
আগামীকাল মানুষের জন্ম দিবস।