কবিতায় বলরুমে রীতা চক্রবর্তী

ফাঁকির ফাঁদে
ভেবে দেখুন দোষটা আমার কোথায়?
বিদগ্ধজন বলছে তো ঠিক! ঠিক!
শব্দরা সব কঠিন এবং ভারী
ভীষণ জটিল বুঝবেনা বেল্লিক।
এবার আমি সত্যি গেলাম রেগে
মানছিনা আর সংবিধানের শাসন।
হারাবে কে ভিখ্ দেওয়া সততায়?
আমার এ রাজ! আমিই তার আইন।
কেটে পড়ো আলোর পথের মুখ,
কেটে পড়ো ভুলে সবার কথা।
শব্দভেদী আমার ভাষণ দিয়ে
গুলিয়ে দেব আমজনতার মাথা।
তোমার জমি জায়গা গেছে তাতে
আমার কি দোষ? মেধা ছিল তোমার?
তাতেই বা কি? ফাঁকির ফাঁদে তুমি
নিজেই তো পা রাখলে। দোষটা আমার?
গোপন পথে ঘরের লক্ষ্মী বেঁচে
যোগ্যতাহীন হলে যোগ্য মানী।
অসামাজিক কাজে তোমার যোগ
আনল ডেকে ভরাডুবির বাণী।