• Uncategorized
  • 0

T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় রীতা চক্রবর্তী

ফিরে এসো নজরুল

সাম্যের কবি কাজী নজরুল বিদ্রোহী সমরে।
শাসক যখন রচিল বিভেদ কায়েমী স্বার্থে মুড়ে।
তোমার বীরেরা দলবেঁধে চলে টলমল পদভরে।
লাঞ্ছিত আর পদানত যারা তাদের মুক্তি তরে।
পরাধীনতা জাতিভেদ আর ধর্মের সে গোঁড়ামি।
ধিক্কারে তুমি জ্বেলেছ আগুন ভাঙতে সে ভন্ডামি।
লৌহকপাট ভাঙার গানটি গাইলে যেদিন তুমি।
নতুন চাঁদের স্বপ্ন সেদিন দেখেছে জন্মভূমি।
সর্বহারার জিঞ্জীর কেটে প্রলয়ের শিখা জ্বেলে।
চক্রবাকের তুফানের বেগে অবরোধ ভেঙে দিলে।
সন্ধ্যা আকাশে ছায়ানট হয়ে ইরাণী বালিকা সনে।
পূবের হাওয়ায় দিলরুবাটির ছড়খানি দিলে টেনে।
অগ্নিবীণার আগুনের ফুল দোলন চাঁপার গন্ধে।
বিষের বাঁশি বাজিয়ে দিলে শ্যামের বাঁশির ছন্দে।
রক্তজবার মালায় সাজালে শ্যামার চরণখানি।
অরুণকান্তি যোগী ভিখারি তোমারি ছন্দবাণী।
শাসকেরদল আজো লুটে খায় “ডিভাইড এন্ড রুলে”।
ধর্মের নামে রাজনীতি চলে মানবিকতাকে ভুলে।
ব্রিটিশ গিয়েছে তবুও অধরা সাম্যের অধিকার।
শোষণের পথ ভিন্ন হয়েছে জীবন যে জেরবার।
ঘোটালার রাজা মন্ত্রীরা শুধু বিনোদ’কুনাট্য করে।
অজগর হয়ে গিলছে সমাজ নিঃস্ব জনতা মরে।
আজকে তোমার প্রলয়ের শাঁখ ভীষণ প্রয়োজন।
এসো ফিরে কবি পথ চেয়ে আছে আপামর জনগণ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।