T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় রাণা চ্যাটার্জী

অপরাধীর শাস্তি চাই
একটা মেয়ে স্বপ্ন দেখলো ডাক্তার হবে বলে,
ডিউটিতে কামুক পুরুষ শরীর খেলো খুবলে!
একটা মেয়ে পড়াশোনায় ভীষণ মনোযোগ,
মেয়ে দেখলেই ছুঁক ছুঁক কিছু পুরুষের রোগ।
রাস্তাঘাটে বিরক্ত হই, উত্যক্ত করে কামুক,
হায় নারী স্বাধীনতা, নোংরামিগুলো থামুক।
প্রতিবছর স্বাধীনতাদিবস সমারোহে পালন,
ঘর-বাইরে অসুরক্ষিত নারী, মানবতার স্খলন।
কি দোষ ছিল স্বপ্ন সন্ধানী ডাক্তার মেয়েটির,
তাবলে এমন নৃশংসতা! খবর দেখে অস্থির।
জ্বলছে আগুন ধিকিধিকি, কোথায় প্রশাসন!
শহরজুড়ে বিক্ষোভ, মিছিল ছাত্র আন্দোলন।
চলতে থাকে মৃত্যুস্রোত, নতুন বছর ঘোরে,
দু’চার দিন চর্চা আফসোস রাস্তাঘাট জুড়ে!
চাইনা এ স্বাধীনতা, যেখানে কন্যা সেফ নয়!
হোক হেস্তনেস্ত, দোষীর শাস্তি, বিচারের জয়।