এসো তবে স্পর্শেই বুঝে নি
তোমার আমার জ্বরের
বিকার গ্রস্ত
পারদ প্রলাপ গুলি!
দেহ থেকে হাত খসে
ভেসে গেছে বহু যোজন দূরে,
এ পোড়া শহরের পিঠে
শ্বাপদ নদী তার কোন হদিশ
বলেদিতে পারবে না ইঙ্গিতে!
মুখ আজ ভুলে গেছে
ললিত সংলাপের চূড়া থেকে
সমভূমি সব ঝর্না উচ্চারণ।
ভুলে গেছে বন বালিকার গায়ে
লুকানো আদুরে গন্ধে র মোরগ সকাল
কবে পূব দিক হয়েছিল আহ্লাদে!
ফুসফুস উপড়ে দেখে নাও
আরো কোন খানে, আরো কোনও
কোনায়, এক বৌদ্ধ নিঃশ্বাস
তোমায় বলে ছিলো গেঁয়ো কিশোরী কাহিনী কি?
মনে হয় আজ আর
সূর্য উঠবে না
এসো কলজে টা একটু উস্কে দি!