কাব্যানুশীলনে রাঞ্জিত চৌবে

ছায়াপথ
গ্যালাক্সি…….
অ্যান ওয়ে, ফ্রম ‘নো’ টু ইটার্নিটি,
অ্যান ওয়ে, ফ্রম ‘ইয়েস’ টু ইনফিনিটি..
ধাবমান সময়ের সওয়ারী…
অস্থির পথ,
নিস্তব্ধতার সাথে আলোক চূর্ণের মিশ্রণ
নীলাভ বেদনার বুকে মুখ রেখে ডুব দেয় গ্রসিত যাপন
নির্ঘুম রাত, একক সওয়ার আমি সময়ের পিঠে
ঘুমন্ত ভিলার মাঝে জেগে আছে পথ,
তামাটে আলোয় ভেসে যাওয়া মুখ
পথের দুটি পাশে অসংখ্য ফুল,
আলোর নির্মোকে যেন সজ্জিত ভুল..
এতটা আঁধার আমি দেখিনি আগে
সারা ছায়াপথ জুড়ে চলে আঁধারের দাপট
আলোর অস্তিত্বে তার যদিও প্রকাশ
তবুও প্রতিটি প্রতিফলনের পিছনেই আঁধারের বাস
বিমর্ষ ন্যায় বোধ, বিমর্ষ সত্যি অবশেষে চোখ মেলে
অলীক ছায়াপথ দূরে সরে গেলে…
আমার নিশা অভিসারে একদিন তুমি
নেমে এসো আকাশের সিঁড়ি বেয়ে
সারা ছায়াপথ জুড়ে তখন চলুক উৎসব
আমি হেঁটে যাবো বহু দূর দূর তক
শুধু একটি কথার সন্ধানে… ‘হ্যাঁ’ অথবা ‘না’….