T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রূপক চট্টোপাধ্যায়

দেহতত্ত্ব
হাত
সেরম হাত থাকলে
এই গোটা পৃথিবীটাই ছুঁড়ে মারতাম
তোমার মুখের দিকে!
চোখ
গভীরতার চিল্কাহ্রদ দেখবো বলে
আমিও মাছরাঙা জন্ম
চেয়ে বসি তোমার দুচোখের অকূলে!
মুখ
চুপ থাকো। এই অগ্নিকে জিহ্বা করে
সারা জন্ম, কতকিছুই তো পোড়ালে।
ঠোঁট
মরুকরণ কপালে একবার স্পর্শ দাও,
দেখো অর্কিডও কেমন
হেসে হেসে প্রেম পড়বে বিকেলের!
নাক
তুমিই বিভেদের আরাকুভ্যালি!
নয়তো কবেই নয়নে নয়ন মিলে যেতো।
মাথা
জটিল ক্রোমোজোমাল পাকে পাকে
সব সমীকরণ মিলানোর বৃথা চেষ্টা করো।
তোমার ধূসর খাঁজে খাঁজে
আমার বিগত জন্মের কেচ্ছা
লেখা আছে জানো?