T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় রীতা চক্রবর্তী

যার গেল তার গেল
একের পর এক খবর দেখছি রোজ রোজ ।
সকাল হলেই শুরু হয় বুক দুরুদুর।
কাগজ খুলেই প্রথম পাতায় আজো আছে
শ্লীলতাহানির খবরেই পাতা ভরপুর।
মানুষ যখন হায়নার বেশে ফেরে চারদিকে,
অত্যাচারীরা শিশুকে যখন খুবলে খায়;
দশভুজা মা গো, কোথায় তখন থাক তুমি?
কচিকাঁচা সেবাব্রতী সে যুবতী তোমাকে চায়।
স্নেহ মায়া দিয়ে লালন পালন করে যাকে,
সাবলম্বী আদরের একমাত্র মেয়ের
চিতায় যখন আগুন ধরায় অসহায় বাপ
বুক ফেটে যায় অচেতন কোন পাথরের!
নরখাদক এই অত্যাচারীরা নারীলোভী।
দানবীয় এক উল্লাসে মাতে, বাজায় ঢাক।
মৃতের চিতায় সেঁকছে আপন লালসালোল;
ব্যস্ত সদাই স্যালাইনে ঢাকে ‘শাক দিয়ে মাছ’।
‘যার গেল তার গেল’ চলে আজ নাড়ি ছেঁড়া ধন। কামাসুর যতো পোষ্যবর্গে কায়েমিরাজ।
সন্তানহারা অশ্রুলেখার হাহাকারভরা অভিশাপ
মায়ের কান্নায় পুড়ে ছাই হবে বাসর সাজ।