ক্যাফে কাব্য গুচ্ছে রূপক চট্টোপাধ্যায়

অবন্তিকা এবং জলবৎ জীবন
১) অসুখের খয়েরী রাস্তা দিয়ে অবন্তিকা হেঁটে যায়।
পক্ষপাত দুষ্ট শ্লোকের গায়ে
নির্মিত হয় বিন্দু বিন্দু প্রেম। দুই পাশে
নগর গড়ে ওঠে, মানুষ জ্বলে ওঠে,
নিভে যায় স্মৃতির সরণীতে শীত কাল!
পাতা ঝরে। দুঃখজীবি জীবনের মাথায়
নেমে আসে খাদ্য বিপ্লবের কাক!
অবন্তিকা হেঁটে যায় এসবের ভেতর দিয়ে
অনাদিকালের নারীর মতো খোলা চুলে!
ঘোড়া মুখো রাত তাকে অনুসরণ করে যায়
কৃতদাস হয়ে!
২) অবন্তিকা মজুমদার ইতিহাসের পাতায়
নিজের মমি খুঁজে পায় রোজ।
ডাল ভাতের সরল ঢেকুর থেকে
স্কুলের ব্ল্যাক বোর্ডে নামিয়ে আনেন হিটলারের
ইহুদী বিদ্বেষ। আর চোখের কোনে
হীরে খন্ডের মতো চিকচিক করে
প্রাচীন প্রণয়ের বিলুপ্ত হ্রদ লিপি!