কবিতায় ঋভু চট্টোপাধ্যায়

ছেড়ে যাওয়া অতীত অথবা
প্রতিটা ছেড়ে যাওয়া কী অতীত হয়?
ভাবনার কালঘাম ছোটে অনাবশ্যক সরলীকরণে।
অগত্যা এগিয়ে যাবার জন্যে ধার করা সময় ও
তাকে ছুঁয়েই এগিয়ে যাবার চেষ্টা।
এই যে ভাতা নির্ভর ভবিষ্যতে
এক এক করে পেরিয়ে যাচ্ছে স্বপ্নের বয়স।
এখানে এবার শুধু বসে থাকা অথবা দাঁড়িয়ে
সময় ধরবার বেমালুম উল্টো চেষ্টা।