মেহেফিল -এ- শায়র রুমি চৌধুরী (নির্বাচিত কবিতা)

প্রশস্ত মৃত্তিকা বুক
পাহাড় নাকি সাগর
কোনটা বেশি টানে আমায়?
কেউ যদি এমন প্রশ্ন করে কখনো –
আমি তবে পাহাড়ের কথাই বলবো।
কারণ পাহাড়ের কাছেই তো আছে
আত্মসমর্পণের অনাবিল সুখ!
সেই তো বিছিয়ে দেয় অকাতরে
ঘন সবুজে ছাওয়া প্রশস্ত মৃত্তিকা বুক।
সাগর তো শুধু গ্রাস করাতেই মত্ত!
সঙ্গমলীলা সাঙ্গ হলেই অমল সঙ্গীটিকে
অবলীলায় ফিরিয়ে দিয়ে যায় কূলে।
নিজস্ব সম্পত্তি ছাড়া আর কোনো সম্পদকেই
স্থান দেয় না তার উন্মত্ত সিনায়।
তাইতো পাহাড়ের সাথেই আমার আজন্ম তুমুল প্রেম
তার কাছেই আমার আমৃত্যু অন্তহীন ক্ষুধা।