ক্যাফে কাব্যে রূপক চট্টোপাধ্যায়

দেখি দক্ষিণ
মানচিত্রের সীমানায় জোৎস্না ধরেছে!
হাওয়া বইছে। জঙ্গল খোকলা করে যুবক গাছেদের
লাশ বোঝাই হচ্ছে পিকআপ ভ্যানে। পাখিরা
উদবাস্তু হলো। গ্যাস ওভেনে মাংস আর মদের তৃষ্ণা পর্যন্ত পার হতে হতে আরো ছায়া ময় হয়ে যাচ্ছে
মানুষের আদল। পূবে রাত্রি নারীর ব্লাউজের মতো
বিবর্ণা ভোর। পৃথিবী টুপ করে খসে পড়ল
কক্ষপথ থেকে খুচরো পয়সার বাটিতে!