কবিতায় বলরুমে রঞ্জনা বসু

বালিকা বেলা
বহুদিন পরে
আবার ইচ্ছে করে
ছুঁয়ে যেতে বালিকা বয়স।
চোখের বিস্ময়ে যেন প্রতিবিম্ব
ফুটে ওঠে ফেলে আসা মাঠে!
ভালোবাসায় জড়িয়ে ধরে
ডেকে বলে আয়।
নীলাকাশ সবুজের স্পর্শ সুখ
পরিপূর্ণতা নিয়ে ভেসে আসে স্মৃতি,
বেড়ে ওঠা সময়কে দুহাতে সরিয়ে
দেখি, এখনও সে জেগে আছে
বাইরে ও ভিতরে!
আমি আর কিছুতেই ফিরতে পারি না
সেই ফেলে আসা মাঠে।