সম্পাদিকা উবাচ

আজ সকাল থেকেই জানলা দিয়ে আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে হাজার সোনার হরিণ যেন ছুটে বেরাচ্ছে আকাশের গায়ে৷ সোনার আলোর ছোঁয়ায় ঘরবাড়ি রাস্তাঘাট তুমি আমি, সব কিছু কেমন সোনারং মেখেছে৷ তোমার ঠোঁটে গালে সারা শরীরে লেগে সেই রং৷ আমি সোনালি রঙ মাখতে মাখতে ক্রমে সোনার গাছ হয়ে উঠছি৷ আমার রঙের আকর্ষণে ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা বাসা বেঁধেছে আমার শরীরে৷ সোনালি ঘাস, সোনালি অরণ্যবনরাজি, সোনালি নদী, সোনালী পাখি ফল , সে এক আশ্চর্য মায়াময় ইন্দ্রজালে আমি জড়িয়ে পড়ছি ক্রমাগত৷
কত মঞ্চ সেজেছে এই সোনালি আলোয়! যবনিকার আগে পিছে কত ঘটনা সাজান হয়েছে!
মুঠো মুঠো অন্ধকার লেপে দিয়ে কি আলোর স্রোতকে আটকে রাখা যায় ? যায় না তো ! মিথ্যে আপেক্ষিক আর সত্য অনন্ত৷ তাই তো ফিরে আসা৷ ফিরতে তো হতই! রাত যত ঘন হোক সূর্য তো উঠবেই তাই না ?
তাই সব বাঁধা দূর করে, সকলের সব অপপ্রচেষ্টাকে মাত দিয়ে এই যে ফিরে আসা, তা তো শুধু আপনাদের ভালোবাসার জোড়ে, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে৷
সুস্থ থাকুন ভালো থাকুন৷ লিখতে থাকুন পড়তে থাকুন৷