আমরা সবাই ছোটবেলা থেকে পড়াশোনা শিখে বড় হই । আর ততদিন পর্যন্ত মা-বাবা ও পরিবারের সাথেই থাকি । সুখে-দুখে বেশ ভালো ভাবেই কেটে যায় ছোটবেলার এই সময়টা । এরপর আমরা কর্মজীবনে প্রবেশ করি, কেউ চাকরী করে কেউবা আবার ব্যবসা করে ।
সবার সৌভাগ্য হয় না স্বদেশে থেকে কর্মজীবন কাটানো । তাই অনেককেই চাকরী সূত্রে কিংবা ব্যবসা সূত্রে বিদেশে থাকতে হয় । অনেক কষ্টে টাকা-পয়সা জোগাড় করে তারা বিদেশে যায় । একটু ভালো উপার্জনের জন্য দেশের মায়া কাটিয়ে বিদেশে থাকে । মন থেকে না চাইলেও বাধ্য হয়েই বিদেশে যেতে হয় কর্ম জীবনের জন্য ।
পরিবারের সাথে থেকে দেশে কর্মজীবনের যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায় ; বিদেশে এসে তেমন সব সুযোগ-সুবিধা পাওয়া যায় না কিন্তু । তাই অনেক কিছুই নিজেকে চুপচাপ মানিয়ে নিতে হয় বিদেশের মাটিতে । দূর থেকে অনেক কিছুই ভালো লাগে দেখতে । সামনে গেলেই তখন আসলটা বুঝা যায় ।
আমরা যখন পরিবারের সাথে থাকি তখন
কারো অভাব বুঝতে পারিনা । যখন বিদেশে যাই তখন ধীরে ধীরে বুঝতে পারি পরিবারের মানুষের কতটা প্রয়োজন ও অভাব ? রক্তের সম্পর্কের মানুষের ও মনের মতো বন্ধুর অভাবে মন খারাপ হতে থাকে । বিদেশের মাটিতে কর্মে ব্যস্ত থাকার পরেও মনটা বিষাদে ভরে যায় ।
যখন ইচ্ছে তখন বিদেশ থেকে স্বদেশে
আসা যায়না বিভিন্ন কারণে । তাই সেই বুঝতে পারে যে বিদেশে আছে, মনের কষ্ট কতটা স্বদেশে পরিবারের সঙ্গে মেশার
জন্য । যারা বিদেশে থাকে তাদের প্রবাসী বলা হয় । চাকরি কিংবা ব্যবসা করে এই প্রবাসীরা কেউ কম আবার কেউ বেশি অর্থ উপার্জন করে । এই অর্থ কিন্তু প্রবাসীদের মনের কষ্ট মেটাতে পারেনা ।
স্বদেশে পরিবারের আর্থিক সচ্ছলতা কিছুটা এরা এনে দেয় । তবে পরিবারের মানুষও কিন্তু মনে মনে দুঃখী থাকে । কেননা তাদেরই পরিবারের কেউ একজন বিদেশে পড়ে আছে । না জানি কবে দেখা পাবো এই ভেবে ? যাইহোক বিদেশে থাকা কিছুটা সুখের হলেও, মনের শান্তি কিন্তু পাওয়া যায় না ।