প্রাকৃতিক দুর্যোগগুলো স্বাভাবিক আর তাকে মেনে নিতে হয়
আমাদের প্রত্যেকেরই জীবন সব সময় এক রকম ভাবে চলতে পারে না । জীবনে চলার পথে কখনো ভালো, আবার কখনো মন্দ সময়ের দেখা আমরা পাই । ঠিক এই ভাবেই প্রকৃতি তার খেয়াল অনুসারে নিজের মতো করে চলতে থাকে । কখনো ভালো আবার কখনো খারাপ সময় আমাদের মধ্যে দেখিয়ে দেয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে ।
ঝড়, বৃষ্টি ও প্রাকৃতিক আর যেকোন দুর্যোগই প্রকৃতির নিয়মেই চলতে থাকে আমাদের এই পৃথিবীতে কোথাও না কোথাও । এই দুর্যোগকে যেমন থামানো যায় না, ঠিক তেমন তৈরি করাও যায় না । এই দুর্যোগ মানুষ ও প্রকৃতির উপরে ভীষণ ক্ষতি করে দিয়ে যায় । আর নতুন ভাবে আবার বাঁচতে শেখার প্রেরণা যোগায় ।
এই দুর্যোগের ক্ষতির পরিমাণ অনেকটা কম করা যায়, যদি আমরা আগের থেকে জানতে পারি দুর্যোগটা কখন আর কবে আসছে । আর এটা সুখের কথা আজকের জীবনে যে আমরা আগের থেকেই জানতে পারি বিজ্ঞানের নতুন আবিষ্কারের ফলে । তাই আগের থেকে এখন এইসব বিপর্যয়ে ক্ষতির পরিমান অনেক কম হয় ।
এইরকম প্রাকৃতিক বিপর্যয়ের খবর পেলেই প্রথমে গুজব ছড়িয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা যাবে না । আপডেট নেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ার দিকে নজর রাখতে হবে । সেই সময় অযথা বাইরে কোথাও থাকা যাবে না । যতটা সম্ভব পাকা শক্ত ছাদের নিচেই থাকতে হবে । জানালার ধারে কিংবা কোনো বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না ।
প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই যথেষ্ট পরিমান খাদ্য সঞ্চয় করে রাখতে হবে নিজের ঘরে । সেই সময় সমস্ত ইলেকট্রিক্যাল সুইচ অফ করে রাখতে হবে । জ্বলন্ত আগুনে কোন কিছু কাজ করা যাবে না । কিছু প্রাথমিক ঔষধ সঙ্গে রাখতে হবে । আগের থেকে মোবাইলে পুরো চার্জ দিয়ে রাখতে হবে । অযথা আতঙ্কিত না হয়ে বাড়ির ছোটদের ও বড়দের ভরসা দিতে হবে । বিপর্যয়ের পরে যদি কিছু ক্ষতি হয়ে থাকে সেই খবর সত্বর লোকাল পুলিশ থানায় জানাতে হবে ।
প্রাকৃতিক দুর্যোগগুলো একটা স্বাভাবিক ঘটনা । তাই অযথা ভয় না পেয়ে আগের থেকে পুরোপুরি জানকারি নিয়ে এর মোকাবিলা আমাদের শক্ত হাতে করতে হবে । আর অবুঝ মানুষদেরকে বোঝাতে হবে কি কি করনীয় এই সময়ে । আগের থেকে একটু সাবধানে থাকলে ক্ষতি অনেক কম করানো যায় । কেননা সচেতনতাই সবচেয়ে বড় কথা যে কোন বিপদে ।