একবার ফিরে আসা যাক পথের ধারে
একবার পথ ফিরে যাক তোমার জানালায়
অঙ্কুরিত হওয়ার রহস্য নিয়ে
তোমার দৃষ্টি অনেক উঁচুতে একটি লাল গোলাপ।
-নাভিতে কস্তুুরীর ঘ্রাণ
স্বপ্নে মেলে দেয় রোদ,
স্থীর করে দেয় সময়-
আমি হেঁটে যাই
কিন্তু কোথায় হাঁটছি আমরা?
পৃথিবী ছেড়ে গেছে পথ
তোমার স্পৃহা আমার ভেতর জন্ম দিয়েছে
লাল নীল বেগুনী অসংখ্য বসন্ত।
তুমি বসন্ত হতে চাও না,
আমিও চাই না লাল নীল বেগুনী,
অথচ আমাদের মন-কেমন করা যুগ্মসত্তা
নিঃসঙ্গ হিজল গাছের আদিম নিঃশ্বাস।
হ্যাঙ্গারে ঝুলতে থাকে মৃত্যু
চাঁদ উঠলেই দ্বিখণ্ডিত হয়ে যায় আমার আকাশ,
কতগুলো উল্টো পা হেঁটে যায় হোটেল একাত্তরের দিকে,
হ্যাঙ্গারে ঝুলতে থাকে মৃত্যু আর একজোড়া ঘামে ভেজা শার্ট।
অপরিচিত রাতের রোদে
তিন জোড়া অদৃশ্য মরিচা পরা চোখ তাকিয়ে থাকে আমার দিকে,
আমার পায়ের পাশ দিয়ে হেঁটে যায় তোমার পথ,
তাঁর বিছানা থেকে গড়িয়ে পড়ে আমার নিস্প্রাণ ছায়া,
স্লাইসের দুটো কাঁচের বোতল।
একজোড়া চোখের কোলে তিন জোড়া পাথুরে শেকড়,
আমি কেবল গড়িয়ে যাই
কাঁটাখালের পাশে গোমতীর ছায়ার ভেতর।