হৈচৈ ছড়ায় রতন বসাক by · Published June 26, 2021 · Updated June 25, 2021 আয় না চলে বছর ঘুরে রঙ মাখানোর আবার এলো দোল, আয়রে তোরা বাড়ি ছেড়ে বাজাই খুশির ঢোল। নানা রঙের আবীর দিয়ে রাঙাই সবার মুখ, মনটা খুলে আয় না মাঠে সরিয়ে রাখ দুখ। মিলেমিশে আমরা সবাই মজা করবো আজ, সারাটাদিন ছুটির কারণ ফেলে রেখে কাজ। ফাগুন মাসে আগুন ঝরায় গাছের ডালে লাল, ভালোবেসে আয় না সবাই রাগটা করিস কাল। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love