হৈচৈ ছড়ায় রতন বসাক

১| দাদু পড়ে গেছে
ঘরে বসে করছে খেলা
খুকু পুতুল নিয়ে,
বাইরে কিছু শব্দ শুনে
ছুট্টে দেখে গিয়ে।
দাদু নিচে পড়ে আছে
উঃ আঃ করে মুখে,
দাঁতকপাটি খুলে গেছে
গালটা গেছে ঢুকে।
মুখটা দেখে খুকু তখন
খিলখিলিয়ে হাসে,
বাঁধানো ঐ দাঁতটা ছিল
পড়ে দাদুর পাশে।
দাদু বললো ওরে সোনা
ওইটা এনে দে না,
হাতটা ধরে আমায় তুলে
উঠিয়ে তুই নে না।
খুকু তখন মায়ের কাছে
দাদুর কান্ড বলে,
পা’টা বুঝি স্লিপ কেটেছে
পড়ে থাকে জলে।
২| খারাপ ছেলে
ছেলেগুলো ভালো নয়
আজেবাজে কথা কয়,
কাজ থেকে সরে রয়
করে না যে কভু ভয়।
সারাদিন খেলে যায়
ভুলে থাকে সব দায়,
ফল যদি দেখা পায়
চুরি করে পেড়ে খায়।
মেয়ে দেখে সিটি মারে
বড় বড় বুলি ছাড়ে,
কিনে খায় শুধু ধারে
নেয় নাতো দায় ঘাঁড়ে।
কেউ যদি বলে গিয়ে
করে নে না তোরা বিয়ে,
ভালো থাক বউ নিয়ে,
ঝেড়ে দেবে গাল দিয়ে।
করে নাতো লেখাপড়া
কাটে শুধু মুখে ছড়া,
তেড়ে আসে হলে কড়া
ভাষা বেশ বলে চড়া।