গুচ্ছকবিতামূলে রতন বসাক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১। ওদের বাঁচাও
বিশ্ব জুড়ে খারাপ সময়
সবাই ঘরে আজ,
লক ডাউনে বন্ধ থাকায়
নেইতো কোন কাজ ।
কোথায় তারা খাদ্য পাবে
রান্না করতে চাল,
কিছু মানুষ সুযোগ নিয়ে
হয়ে যাচ্ছে লাল ।
করছে চুরি সরকারি সব
ত্রাণে আসা ফল,
গরীব মানুষ কর্ম হীনা
কেমনে বাঁচে বল ?
ওহে ভ্রষ্ট মানুষ গুলো
তোরা একটু শোন,
ওরাই যদি মরে এখন
তোদের দেবে কোন ?
একা একলা যায় না বাঁচা
সমাজটাতে ভাই,
সবার ভালোর জন্য এখন
ওদের বাঁচাও তাই ।
২। অবাক লাগে
কেমন দেশে আছি আমরা
ভেবে অবাক লাগে !
আইন গুলো গরীব লোকের
পিছেই শুধু ভাগে ।
নিয়ম নীতি যতো আছে
দুর্বল মানুষ মানবে,
ক্ষমতাবান মানুষ গুলো
শুধু তারা জানবে ।
দেশেে সবাই যখন ঘরে
বন্দী হয়ে আছে,
সোসাল ডিস্টেন্স গৃহবন্দী
তুচ্ছ তাদের কাছে ।
এমন দিনেও বিয়ের ঘটা
পারে তারা করতে,
কেমন করে পেলো হাতে
আইন ভঙ্গ করতে ?
ঘুরতে পারেন গাড়ি নিয়ে
নিজের কিংবা ভাড়া,
অনুমতি দিলেন যারা
কেমন মানুষ তারা !
ভাইরাস চেইন ভাঙতে ঘরে
থাকতে হবে জানে,
ক্ষমতাবান মানুষ গুলো
কোথায় তারা মানে ?
৩। আবেদন
ধীরে ধীরে বেড়ে যাচ্ছে
মৃত্যু মিছিল ভবে,
এত বলার পরেও তবু
বাইরে কেনো তবে ?
চেইন যদি ভাঙতে পারি
তাতেই বাঁচা যাবে,
ভাইরাস রোগে মৃত্যু হতে
মানুষ রক্ষা পাবে ।
অার করিস না ভুলটা এখন
বাইরে গিয়ে তোরা,
লক ডাউনে আপাতত
বন্ধ থাকুক ঘোরা ।
ঘরেই একটু মানিয়ে নে
সবার ভালোর জন্য,
সব ঠিক হয়ে গেলে পরে
আমরা হবো ধন্য ।
সোসাল ডিসটেন্স রেখে সদা
মিলবো সবাই আগে,
সুস্থ থাকবো জীবন পথে
রোগ যেন না লাগে ।
আবার বলি ঘরেই থাকিস
এই ক’টা দিন ধরে,
ভাইরাস গুলো চলে গেলে
বাইরে ঘুরিস পরে ।
৪। তৈরি থাকো
ক’দিন ভবে রইবো বেঁচে
বলা ভীষণ দায়,
সুযোগ পেয়েই ব্যবসায়ী
দাম বাড়িয়ে যায় ।
এক এক করে বেড়ে যাচ্ছে
রুগীর সংখ্যা বেশ,
কেউ জানি না এমন দশার
কোথায় হবে শেষ !
লক ডাউনে কাটছে সময়
নেই তো কোনো অায়,
খাদ্য দ্রব্য কিনতে গিয়ে
হচ্ছে অনেক ব্যয় ।
ঘরে থাকায় কোনো কিছুর
উৎপাদন যে নাই,
আগামীতে কোথায় পাবো
ভাবছি অামি তাই ?
অর্থ দিয়ে কিনতে গেলে
যতই আমি চাই,
জিনিস পত্র না আসাতে
বলবে তাঁরা নাই ।
কোনো কিছু পাবো না তো
যতই করি রব,
আরো কঠিন সময় আসছে
তৈরি থাকো সব ।
৫। ভাইরাস নয় খিদে
ঘরের মধ্যে চিন্তা করছে
জগৎ জুড়ে মানুষ মরছে
ভাইরাস ভয়টা নয়,
দূরে থাকলে বাড়ি ছেড়ে
খিদের চোটে যাবো হেরে
এটাই আসল ভয় ।
বাড়ি ছেড়ে পেটের দায়ে
অন্য রাজ্যে খেটে গায়ে
করছিল সব কাজ,
এমন দশা হলো এবার
ভয় ধরেছে মনে সবার
ফিরে যাচ্ছে আজ ।
কোনো গাড়ি পায় নি যারা
হেঁটে হেঁটেই চলছে তাঁরা
সবার কালো মুখ,
চলতে চলতে যদি হারে
মনের জোরে তবু বাড়ে
যতই হোক না দুখ ।
ভাষণ দিয়ে বলছে মুখে
গরিব মানুষ থাকবে সুখে
ভুলে যাচ্ছে দায়,
স্বার্থ লোভী মানুষ কিছু
ধরে আছে অর্থের পিছু
আরো বেশি চায় ।
দেশের সরকার যতই করুক
চায় না কোনো গরিব মরুক
যতই সেবা দিক,
আসল সত্যি এটাই হলো
গরিব যারা পায় কি বলো
হিসাব তাঁরা নিক ?
৬। মূল্য বোঝো
বিপদ হলেই যারা আসে
সবার থেকে আগে,
ভয়ের চোটে কিছু মানুষ
তাদের দেখে ভাগে ।
ডাক্তার নার্সরা করে সেবা
মৃত্যু ঝুঁকি নিয়ে,
পায় না তাঁরা ঢুকতে ঘরে
পুরো ভাড়া দিয়ে ।
পুলিশ সাফাই কর্মী সবাই
করছে সেবা যতো,
ডিউটি শেষে নিজে আরাম
পাচ্ছে না তো ততো ।
কিছু মানুষ দেখছি আমি
স্বার্থ বোঝে ভালো,
যাদের জন্য ভালো আছি
তাদের বলে কালো ।
নিজে ভালো থাকার জন্য
কেনো এমন করো,
সময় থাকতে ওদের দেখে
শ্রদ্ধা সম্মান করো ।