কবি কাজী নজরুল ইসলাম
তোমায় স্মরণ করি,
তোমার লেখা পড়ে আমরা
সাম্যের পথটা ধরি।
ধর্মের বিভেদ করোনিতো
মেনেছো সব সমান,
লেখনী আর ভালোবাসায়
দিয়ে গেছো প্রমাণ।
গরিব পিতার ঘরে জন্মে
দুখ সয়েছো বেশি,
দেশকে এত বাসতে ভালো
মনটা ছিল দেশী।
বিদ্রোহী নাম তোমায় মানায়
দেশপ্রেম করতে বলে,
দেশকে বদনাম করলে কেহ
উঠতে সদাই জ্বলে।
তোমার মতো মানুষ এখন
ফিরে পেতাম যদি,
বইতো দেশে বিভেদ ভুলে
ভালোবাসার নদী।