ফেসেবুকেতে ছবি দিয়ে ভালো কথা লিখে
মাতৃদিবস মানাই দেখছি ভীষণ ঘটা করে।
ছোট থেকে বিয়ে অব্দি মা-মা বলে ডাকে
সেই সন্তানই বিয়ের পরে রাখে নাতো ঘরে।
অনেক কষ্টে সন্তানকে যে মানুষ গড়ে তোলে
বাধা বিপদ পেরিয়ে সব লক্ষ্য রাখে ধরে।
সারাজীবন চেষ্টা করে নিজের সবটা দিয়ে
দায়িত্বটা পালন করতে যায় না কভু সরে।
আশায় থাকে সন্তান বড় হয়ে মানুষ হবে
শেষ বয়সে সবার সাথে থাকবে ঘরে সুখে।
স্বপ্ন ভাঙে বউটা যখন বিয়ে দিয়ে আনে
সেই মায়েরই বৃদ্ধাশ্রমে এখন কাটে দুখে।
অমানুষ সব এই সন্তানরা মুখেই শুধু বলে
মা’কে আমি ভালোবাসি মাতৃদিবস এলে।
ছেলে মেয়ে বউকে নিয়ে থাকে বেশি সুখে
ঘরের থেকে বাকি জীবন দূরে রাখে ফেলে।
২| কেউ বোঝে না
এতদিন যে মোটর গাড়ির
ছিলাম আমি চালক,
বৌ আর ছেলে মেয়ে সবার
রক্ষা করার পালক।
লকডাউনে কাজ হারিয়ে
কী যে এখন করি,
গাড়ির পিছন খুলে নিয়ে
সবজি বেচা ধরি।
আমায় দেখে দুঃখ করে
যাঁরা একটু চেনে,
খাবার জন্য তাঁরা সবাই
দেখে কিছু কেনে।
হয় না পুরো সবজি বেচা
কিছু পড়ে থাকে,
বলো দেখি জোরটা করে
নিতে বলি কাকে?
ক’দিনইবা করবো এমন
পেটের জন্য কর্ম,
লকডাউনে গরিবজনের
বোঝে কেহ মর্ম?
৩| আমার দুঃখ
ছেলে আমার চাকরি সূত্রে
বিদেশ গিয়ে থাকে,
অনেক দামি একটা ফ্লাটে
রেখে গেছে মা’কে।
মাঝে মধ্যে ফোনে সে’তো
ডেকে কথা বলে,
আমার সুখে থাকা দেখে
পড়শি সব জ্বলে।
সারাটাদিন একাই কাটে
কেউ বোঝে না কষ্ট,
আমি নাকি ভালো অাছি
বলছে সবাই স্পষ্ট।
একা থাকা কতো কষ্টের
আমি শুধু বুঝি,
সময় কাটার রাস্তাগুলো
ঘরে বসে খুঁজি।
ওরে খোকা আয় না ফিরে
কেমন ভাবে বলি,
মনের ইচ্ছে আমার মনেই
চেপে রেখে চলি।
৪| গাছ লাগাও
গ্রামের থেকে শহর গড়ছে মানুষ নিজের তরে
চাষের জমি আর গাছ কেটে শীল্প স্থাপন করে।
শব্দের এবং বায়ুর দূষণ এতেই বেড়ে চলে
অক্সিজেনের মাত্রা কমছে জ্ঞানী মানুষ বলে।
মানুষ এখন নিজের বোঝে সবার থেকে ভালো
বাইরে ফর্সা হলেও মনটা রাখে ভীষণ কালো।
স্বার্থ ছাড়া অন্য কিছু পারে নাতো ভাবতে
কতোটা সুখ পাচ্ছে নিজে ভালো পারে মাপতে।
প্রকৃতির কেউ খেয়াল রাখে না তাই দুর্ভোগ বেড়ে যাচ্ছে
ওসব ভুলে যে যার মতো লুটেপুটেই খাচ্ছে।
নিজে ভালো থাকি আগে এমন সবার আশা
প্রকৃতি ও কারোর প্রতি নেইতো ভালোবাসা।
এই দর্শনে যায় না বাঁচা একটু ভেবে দেখো
সকলকে তাই ভালোবাসতে মনের থেকে শেখো।
প্রকৃতি আজ ধ্বংস হলে বাঁচবে কেমন ভাবে
গাছই যদি না থাকে ভাই কোথায় খাবার পাবে?
তাইতো বলি কাটার আগে পাঁচটা বৃক্ষ লাগাও
গাছের রক্ষা করতে হবে এমন শ্লোগান জাগাও।
ফাঁকা স্থানে গাছ লাগিয়ে ভরে চলো ধরা
পৃথিবী সব সবুজ হলে আসবে না আর খরা।
৫| ভেবে দেখো
দিন ও রাতে নিঃস্তব্ধ পথ
কেউ আসে না বাইরে,
একটা বছর কেটেই গেল
নিস্তার কী এর নাইরে?
সবার মনে ভয়টা দেখি
কেমন যেন করে,
অদৃশ্য এক শত্রুর জন্য
জগজ্জুড়ে মরে!
চারদিকেতে ভরে আছে
শুধু কান্নার শব্দ,
নিজের কর্মে সারা বিশ্বে
মানুষ এখন জব্দ।
প্রভু তোমার লীলা খেলা
বড়ই কষ্ট বোঝা,
বুদ্ধি দিয়ে বুঝতে গেলে
বৃথা হবে খোঁজা।
অালো পবন সবই আছে
এমন কেনো তবু,
জীবের সেরা মানুষগুলো
ভেবেছে কী কভু?