কবিতা সিরিজে রতন বসাক

১| কদম ফুলের কথা
বর্ষা এলে কদম গাছে
পাতায় ভরে যায়,
ফুলের মেলা বৃক্ষ শাখে
দারুণ শোভা পায়।
হলুদ সাদা রঙটা তার
মনটা কেড়ে নেয়,
বায়ুর সাথে নিজের সব
সুবাস ঢেলে দেয়।
গোল আকারে ছোট্ট যেন
দেখতে লাগে বল,
সরু লম্বা অনেকগুলো
পাপড়ি ভরা দল।
সবুজ রঙা পাতায় ঘেরা
কদম ফুল থাকে,
বর্ষাকালে আমার দেশে
দেখতে পাবে তাকে।
কদমতলে কৃষ্ণ বাঁশি
বাজায় শুনি বলে,
বাঁশির টানে রাধা আসলে
প্রেমের লীলা চলে।
২| বর্ষাকালের দৃশ্য
গ্রীষ্ম শেষে বর্ষা এলো
নিয়ে মেঘের দল,
নদী নালা খালে বিলে
ভরে যাবে জল।
জলটা পেয়ে মৎসগুলো
ফিরে পাবে প্রাণ,
বয়ে আসে কদম ফুলের
মিষ্টি সুন্দর ঘ্রাণ।
বাজারে ঐ সব রকমের
সস্তা হবে মাছ,
পরিবেশটা সুস্থ রাখতে
পুঁতে দিও গাছ।
বাইরে গেলে সঙ্গে ছাতা
রাখলে ভালো হয়,
বৃষ্টি এলে ভিজে যাবার
থাকে না আর ভয়।
সর্দি কাশি হতেই পারে
ভিজে গেলে গা,
ঘরে এসে ভালো লাগে
আদা দিয়ে চা।
টিনের চালে শব্দ করে
ঝমঝমাঝম সুর,
মুষলধারে বর্ষণ হলেই
যায় না দেখা দূর।
৩| ফিরে এসো তুমি
ঘরে থাকি একা কবে হবে দেখা
ভাবি বসে রোজ আমি,
জেনে নাও সেটা মানি খুব যেটা
তুমি হলে বেশি দামি।
আছো বহু দূরে ফিরে এলে ঘুরে
কাছে টেনে নিয়ে নেবো,
বাহু ডোরে তুলে সব বাধা ভুলে
যতো চাও ততো দেবো।
ফিরে এসো বাড়ি আমি সেই নারী
বসে আছি আশা করে,
তুমি ফিরে এলে খুশি মনে মেলে
দেবো প্রেম মন ভরে।
দিন যায় দুখে ব্যাথা জাগে বুকে
চুপ করে সয়ে যাই,
বোঝে নাতো কেউ মনে ওঠে ঢেউ
চোখে জল আসে তাই।
মনে পড়ে যায় কাছে পেতে চায়
আছো দূরে এসো ফিরে,
চেয়ে থাকে আঁখি মন বেঁধে রাখি
সব আশা আছে ঘিরে।