সম্পাদকীয়

শহীদের স্মরণে
২১শের বরণে
তোমাদের সকলকে সাক্ষি রেখে বলছি-
শেষের সেই দিনটাতে আমার বুকের ওপর শুধু একটা বর্ণপরিচয় রেখো
বরকত জব্বরদের রক্তের ঋণ আমি শোধ করতে পারব না এ জীবনে
ওদের কথা ভাবলে মাথার ভেতরের স্নায়ুগুলো ভাতের মত ফুটতে থাকে
মুখে চোখে বর্ণমালার ঝাপটায় রোজ আমার সকাল হয়
রাতের ভারি বাতাসে শব্দেরা আলো জ্বেলে রাখে আমার চলাচলের রাস্তায়
জব্বরের মায়ের সারা শরীরে বাংলা বর্ণরা নতুন করে ইতিহাস লিখেছে
আমি সেই ইতিহাসের থেকে আগুন ধার করে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে আসি
একুশের শিরদাঁড়াটাকে মেঝে ঘষে ঝকঝকে করে রাখি
আর বাংলা বর্ণগুলো মন্দির মসজিদ গীর্জা ঘুরে আমার বুকের মধ্যে ঘর বাঁধে ৷৷
সকলে ভালো থাকবেন৷ আ মরি বাংলা ভাষা৷