|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় রতন বসাক
by
·
Published
· Updated
একুশ মানে
একুশ মানে ভাষার কথা
জগৎ জুড়ে বলছে যথা
মাতৃভাষায় মুখে,
মনের সবটা খুলে বলা
ভাষা হলো সুন্দর কলা
আশা জাগে বুকে।
একুশ মানে অনেক রক্ত
দিয়েছিলেন দেশের ভক্ত
মাতৃভাষার জন্য,
লড়াই করে জিতে আনে
ভীষণ দামি তাঁরা জানে
জীবন দানে ধন্য।
একুশ মানে বিরাট যুদ্ধ
বীর ছেলেরা ছিল ক্রুদ্ধ
মাতৃভাষা করতে,
এগিয়ে যায় পারলো যত
সালাম রফিক আরো কত
হয়েছিল মরতে।
একুশ মানে সবাই বলে
লড়াই করা যায়নি জলে
পেয়ে স্বপ্নের ভাষা,
বলতে পারি মনটা খুলে
শুনলে হৃদয় ওঠে দুলে
মেটে মনের আশা।