ভাষান্তর (অনুবাদ সাহিত্য) – রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Белла Ахмадулина
Лодка
В траве глубоко и сыро,
если шагнуть с крыльца.
Держу я чужого сына,
похожего на отца.
Держу высоко, неловко
и говорю: «Смотри!
Видишь, какая лодка,
синяя изнутри!
Возьмем леденцы, орехи,
что у меня в столе.
Посмотрим, какие реки
водятся на земле.
Есть и река смешная.
Она течет далеко.
Наверно, она смешала
воду и молоко.
Сахарных рыб немало
в гуще ее рябой…»
Но бровью поводит мама,
глядя на нас с тобой.
Нам не устроить побега.
Речек не увидать.
Сына после обеда
строго уложат спать.
Окна, закройтесь плотно,
лампочка, не гори!
А сыну приснится лодка,
синяя изнутри.
নৌকটা
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
এখানে ঘাস গভীর এবং স্যাঁতসেঁতে
তুমি যদি গাড়ী বারান্দা থেকে অন্যত্র চলে যাও
আমি অন্যের ছেলেকে প্রতিপালন করব
তার বাবার মত করে
আমি তাকে অপটু হাতে আগলাই
উঁচুতে তুলে ধরি এবং বলি: ” তাকাও ঐ দিকে!
তুমি কি সেই নৌকটাকে দেখতে পাচ্ছো যেটার ভেতরটা সম্পূর্ণ নীল! ”
এসো আমরা টেবিলের ড্রয়ার খুলি
এবং কিছু বাদাম আর মিছরি নিই সেখান থেকে
চলো দেখা যাক কোন কোন নদীরা পৃথিবীর
বুকের ওপর দিয়ে বয়ে চলছে প্রতিনিয়ত৷
এখানে একটা মজার নদী আছে৷
যে নদীটা অতিক্রম করেছে দীর্ঘ পথ
যার শরীরে প্রবাহিত জল আর দুধ মিলেমিশে এক হয়ে গেছে
যার গভীর ঘঘূর্ণাবর্তের ভেতর
একসাথে অসংখ্য সুগার ফিসেরা রয়েছে…”
কিন্ত তারা যখন আমাকে আর তোমাকে দেখতে থাকে
তখন তোমার মা ভুরু কুঁচকে আমাদের দিকে তাকান
আমরা এখন আর এইভাবে পালাতে পারব না৷
সেইসব নদীদের আর দেখতে পাওয়া যাবে না৷
রাতের ভোজনের পর আমার পুত্রকে দৃঢ়তার সঙ্গে বিছানায় শুতে যেতে বাধ্য করা হবে৷
জানালাগুলো, শক্তভাবে বন্ধ করে দাও
লাইট বা বাল্ব, কোন কিছুই জ্বলবে না!
আর ছেলে ঘুমের মধ্যে একটা নৌকার স্বপ্ন দেখবে
যার ভেতরটা নীল রঙ করা থাকবে৷