T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রবীন্দ্র ভট্টাচার্য

আ – মরি বাংলা ভাষা
একটা মানবজাতির পরিচয়, তার ভাষা। এই ভাষা তার লাভ, জন্মসূত্রে মায়ের কাছ থেকে। তাই মাতৃভাষাই একটা মানবগোষ্ঠীর পরিচয়। আমরা বঙ্গবাসী বাংলায় কথা বলি। কবির ভাষায়, ” আ মরি বাংলা ভাষা, তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা।
পূর্ব বঙ্গে কি ঘটেছিল, ওখানকার সমস্ত জনগণ বাংলায় কথা বলে। কিন্তু সমস্ত মিলিটারী, পুলিশ কর্তা, শাসক অফিসার সবাই উর্দুতে কথা বলে। তারপরে শত অত্যাচার চালিয়েও মাতৃভাষাকে দাবিয়ে রাখা গেল না। এরকমই দেশে দেশে অনেক উদাহরণ আছে ভাষা শক্তির।