T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রতন বসাক

বীরদের শ্রদ্ধার্ঘ
ফেব্রুয়ারির একুশ তারিখ
বিশ্ব জুড়ে জানে,
সবার প্রিয় মায়ের ভাষা
দিবস বলে মানে।
সালাম বরকত রফিক জব্বর
লড়াই করে মরে,
জয় ছিনিয়ে আনার জন্যই
জেদটা চেপে ধরে।
অবশেষে উনিশ শতক
বাহান্ন সাল দিনে,
জন্মের পরে প্রথম ভাষাই
সবাই নিলো চিনে।
মায়ের থেকে শেখা ভাষা
মাতৃভাষা বলে,
মনটা খুলে বলতে পারলে
খুশির বাতি জ্বলে।
আন্তর্জাতিক মাতৃভাষা
জগজ্জুড়ে মানাই,
অন্তর থেকে বীরশহীদদের
শ্রদ্ধা সম্মান জানাই।