T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় রঞ্জনা বসু

অমর একুশ
আমার মুখের প্রথম কথা
জন্মে বলেছি “মা”
মাতৃভাষাকে কন্ঠে রেখেছি
আগলে রেখেছি গা,
যদি না রাখি
আমাকে জোৎস্নায় নাইয়ে দিত কে?
এই যে ভোরের উন্মোচন
চিত্রশালা খুলে রেখে দৃশ্য তুলে ধরা
অক্ষর বিন্যাসে মুখোমুখি এসে বসা
পরিচয় ভাব বিনিময়ে ,
এভাবেই হেঁটে যাওয়া শিশুর সবুজ নিয়ে
সে ভাষার মৃত্যু হবে না
থাকে শুধুমাত্র জন্মগ্রহণ।
একদিন শ্লোগানে শ্লোগানে মরুঝড় ছুঁয়ে
মৃত্যুকে আলিঙ্গন করেছিল যারা
মাতৃভাষার মর্যাদা দিতে,
সেলাম তাদের এই স্বদেশে।
তাদের কথা খাগকলমে বুকের বেবাক
ক্ষেত্র জুড়ে, বিষাদমাখা সেদিন ওড়ে
বুকের ধুসর তেপান্তরে
অনন্তকাল জেগেই থাকে
মাতৃভাষার অধিকারে।
অমর একুশে মাটির গন্ধ ছুঁয়ে
কথা চর্চার তাগিদ ছিল
ছিল মনের ঘরে,
চাইলে মানুষ ভাষার জন্য
শব্দ করে ঝরতে জানে।
মুখের ভাষা মায়ের কথা বুকের ভিতর
যত্নে রাখে। ঝড় বতাসে শূন্যতা নিয়ে
মানুষ লড়াই করতে পারে।