|| Happy Father’s Day || তে রতন বসাক

বাবার কথা
বাবার কথা কম বলা হয়
পায় না তেমন মূল্য,
সারাজীবন খেটে যাবেন
হয় না কোনো তুল্য।
হাসি মুখে থাকেন তিনি
হোক না যত কষ্ট,
নিজের জন্য টাকা কভু
করেন না তো নষ্ট।
পরিবারের সব দায়িত্ব
কাঁধে তুলে চলেন,
মন্দ ছেড়ে ভালো পথে
চলার কথা বলেন।
সেই বাবাকে প্রণাম করি
সকাল সন্ধ্যা আমি,
বাবা হলো মোর জীবনে
সবার থেকে দামি।