মনে হল আজ আমাদের অজ্ঞতা নিয়ে কিছু বলি৷ প্রতিদিন প্রতিনিয়ত মানুষের জীবন নিয়ে যে প্রহসন চলছে তা নিয়ে কিছু বলি৷ ভাববেন না জ্ঞান দিচ্ছি৷ আমার আন্তরিক আকুতি বলতে পারেন৷ বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা এই দেশে এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন। গতবারের থেকে অনেকটাই বেশি৷ তবু দেখুন নির্দ্বিধায় মিটিং মিছিল সভা সমিতি সাংস্কৃতিক অনুষ্ঠান সবই চলছে৷ শুধু তাই নয় মাস্ক সেনেটাইজার শারিরীক দূরত্বকে তুরি মেরে চলেছে সাজ সাজ রব৷ শুনেছেন নিশ্চয়ই এখন আর স্পর্শতেই থেমে নেই বাতাসে মিশছে এই ভাইরাস৷ এও শুনেছেন নিশ্চয়ই এখনই কোন হাসপাতালে একটাও বেড নেই৷ মাইগ্রেটিং হওয়ার ফলে এর শক্তি আরও বেড়ে গেছে৷ এই যে ভাইরাস মারাত্মক আকার নিয়েছে সেটা আসলে ব্রিটেনের স্ট্রেইন৷ খুব তাড়াতাড়ি মানুষের অবস্থা আশঙ্কা জনক হয়ে পড়ছে৷ বয়স্করাই শুধু নয় কম বয়সীরায় আক্রান্ত হয়ে পড়ছে৷ শুধু বয়স্করা নন কম বয়সীদেরও বেশ কাবু করে দিচ্ছে এই স্ট্রেইন৷ জানি আপনি বলবেন আপনি খবরের কাগজ পড়েন, খবর দেখেন টিভিতে, কিন্তু তারপর কি করলেন? চৈত্র সেলে একজন আর একজনের ঘারে উঠে জামাকাপড় কিনলেন, কুম্ভ মেলায় পুণ্য অর্জন করতে গেলেন, বন্ধুদের সাথে ক্যাফে কফি ডে, গরমে একটু একোয়াটিকা, আর একটু বড়ও তো ভাবা যায় দীঘা পুরী !!! বাহ্ এই না হলে উৎসাহ !!!!
একটু সচেতন হন৷ হাত জোড় করছি।
নিজের বাবা মা সন্তান যখন আপনার থেকে আক্রান্ত হবে আর হসপিটালে বেড পাবে না তখনকার ভয়াবহতা এখনই চিন্তা করুন৷ জীবন দিতে না পারুন কারোর জীবন সংশয় ঘটাবেন না৷
ভালো থাকুন৷ থাকার মন্ত্রটা শিখে নিন৷ লিখতে থাকুন৷ পেতে থাকুন৷ সাথে থাকুন মানসিক বন্ধনে