হৈচৈ ছড়ায় রতন বসাক

ছোট্ট খুকু হাঁটে
ছোট্ট খুকু যাচ্ছে হেঁটে
নিজের মতো করে,
হাতে একটা বড় সবুজ
কচুর পাতা ধরে।
বৃষ্টি পড়ছে টাপুরটুপুর
মজা পাচ্ছে চলে,
হাঁটছে খুকু পদ্ম পাতায়
ভেসে আছে জলে।
পাহাড় দূরে যাচ্ছে দেখা
চারিদিকে সবুজ,
আপন মনে থাকে সদাই
খুকু হলো অবুঝ।
মুখের হাসি সরল মনের
নিষ্পাপ লাগে দেখে,
নিজের চেষ্টায় লেখাপড়া
অনেক কিছু শেখে।
ছোটরা হয় ফুলের মতো
দেখলে ভরে দৃষ্টি,
এই জগতের যতো কিছু
ঈশ্বর করেন সৃষ্টি।