সম্পাদকীয়

বন্ধুতা মানুষের জীবনের একটা এমন হাতকড়া যা তাকে আজীবন বেঁধে রাখে৷ বন্ধুতা এমন একটা গালিচা যার উপরে বসে আমরা রুটি ভাগ করে খাই, সিমুই, পিঠেপুলি ভাগ করে খাই৷ প্রতিটা সম্পর্কের আলাদা আলাদা একটা রসায়ন থাকে৷ বন্ধুতা সূর্যের মত, ভোরের শিশির মত ঝোড়ো হাওয়ার মত কিংবা স্রোতোস্বিনী নদীর মত৷ বন্ধুতা এক মুঠো শিউলি ফুল, মেঘের আড়ালে চাঁদের আলো, নদীর বুকে বৃষ্টির ফোঁটা, সাঁতরে যাওয়া পাতিহাস৷
শীতের ভোরে হাড়ি থেকে গড়িয়ে পড়া নতুন গুড়, বড্ড মিষ্টি সুবাস তার বড্ড মিষ্টি তার স্বাদ৷ একটা সুতোয় বাঁধা পাড়া এই সম্পর্ক বহুমাত্রিকতায় কতনা রঙে ধরা দেয়! বেলোয়ারি ঝার লাগে না, সাজবাতির আলোয় বন্ধুত্বের সম্পর্ক কখনও রঙমহল গড়ে কখনও ভাটিয়ালি সুরে নিশ্চিন্দিপুরের দিকে যাত্রা করে৷ পৌষী ধানে গোলা ভরলে উৎসবের আঙিনায় বাহারি সুরে একসাথে নেচে ওঠা৷ মহুয়ার নেশায় বুঁদ হয়ে একে অন্যের স্বপ্নগুলোকে মাখতে থাকে৷
বন্ধুত্ব হল আরব্যরজনীর গল্প৷ ফুরায় না৷ এক ভালোবাসার স্ফটিক৷ কোন প্রত্যাশা ব্যতিরেকে বন্ধুর দুরূহ দিনে কাঁধে কাঁধ মলিয়ে এগিয়ে যাওয়ার নাম৷ স্বপ্ন দেখা, বিশ্বাস, ভরসার মোড়কে সারা জীবন এই সম্পর্কের ঘ্রাণ আমাদের অমরাবতীর সুখ এনে দেয়৷ এমন করেই পৃথিবীর অন্তিম লগ্ন পর্যন্ত বন্ধুতার এই চেনা সুখ ছেয়ে থাকুক আমাদের সম্পর্কে৷
অখন্ডিত থাক এই সৌহার্দ্য, ভালোবাসা এবং বন্ধুতা৷
সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।