সাতে পাঁচে কবিতায় রঞ্জনা বসু

ভেজা মন
শ্রাবণ এলে হৃদয় যেন অঝোর ধারায় ভেজে
বুঝেও তুমি বোঝোনি ভান করে,
রইলে উদাস আপন মনে
এখানে নয়, অন্য কোনখানে!
কবে থেকেই বৃষ্টি ভেজা স্নান
সামলে রাখা সিক্ত আঁচলখানা,
আসলে তুমি ছদ্মবেশেই থাকো
বুঝিয়ে দাও আমি ভীষন একা।
তোমায় আমি আকাশ ভাবি আজও
ফাটল থেকে গড়িয়ে আনি জল,
ভাসিয়ে দিতে আড়াল থেকে ডাকো
তখন আমার বৃষ্টিই সম্বল।
বৃষ্টি সুখের আঁজলা দিলাম যাকে
সেই তো আনে মরুভূমির ধূধূ,
বৃষ্টি তবু আমায় ছুঁয়ে থাকে
সেই কথাটা জানে হৃদয় শুধু।
বৃষ্টি ভেজা আকাশে মেঘ ভাসে
তোমার চোখে জল আসে, একী!
তাকিয়ে দেখি এমন ক্যাবলা হয়ে
তোমার চোখে বৃষ্টি এলো নাকি?
চোখের থেকে চলকে যখন নীচে
তৃষ্ণা বুকে বাড়িয়ে দিলাম হাত,
ঠিক তখনই দৃষ্টি গেল শেষে
সাজিয়ে রাখা এ কোন মরন ফাঁদ!
কোথায় যাবে কোনদিকে যে ঘর
সময় বুঝি চলে নিয়ম মেনে?
গোপন কান্না তোলেই যদি ঝড়
যাত্রা তবে হোক না নিরুদ্দেশে।