কবিতায় রঞ্জনা বিশ্বাস

শ্রাবণ যখন দাহ আনে
এ কোন অনুভূতি, এর দহনটা অন্য
সর্বনাশী চৈত্রে প্রথম দেখেছিলাম তোমায়
অপেক্ষার হাত রাখি শ্রাবণের জন্য
সমস্ত সংকোচ ভেঙ্গে মেপে দেখি গোপন অসুখ,
সাদামাটা সম্মতি সাজিয়ে কাজলে
শরীরী চেনায় শুধু বৃষ্টির দোষ।
অসম্মতির মুঠো খুলে তুমি
বেছে নিলে নদী
ঘষে যাওয়া টিপ, শুকনো মালায়, আগুন সাজাই যদি;
জারজ বাতাস চিতাগ্নি ঘিরে
সহস্র জিভে চাটে—
শ্রাবণ যখন দাহ আনে
আমি ঘুমাই চিতার কাঠে!