কবিতা সিরিজে রতন বসাক

চলো এবার
দেশ সমাজে হচ্ছে যা সব
দেখার পরে রূপ,
আর কত দিন এমন করে
থাকবে সবাই চুপ?
প্রতিবাদটা না করলে ভাই
ওরাই করবে রাজ,
অন্যায় কর্ম করার পরেও
নেইতো মনে লাজ।
সরকারের সব সেবা দিতে
নিচ্ছে মোটা ঘুষ,
গরিব মানুষ ক্যামনে দেবে
ভুলে থেকে হুঁশ!
টাকার পরে টাকা কামাই
করে ভরছে ঘর,
নিজের স্বার্থ সবার আগে
বাকি সবাই পর।
চলো এবার আমরা মিলে
ওদেরে দেবো মার,
দেশের বুকে কোনো মতে
অসতের নেই ছাড়।
মা’র দয়াতে
শরৎকালটা আসলে পরে
পুজোর গন্ধ আসে,
পেঁজা তুলোর মতো কতো
আকাশে মেঘ ভাসে।
পুজোতে ঢাক বাজাতে তাই
ঢাকী যাচ্ছে হেঁটে,
কিছু টাকার রোজগার হবে
ঐ ক’টাদিন খেটে।
আমরা সবাই ঢাকের তালে
আনন্দে যাই মেতে,
ঢাক বাজিয়ে শ্রমটা করলে
পারবে তাঁরা খেতে।
পুরো বছর অনেক কষ্টেই
এদের সংসার চলে,
আসল কথা জীবনটা হয়
গরিব রেখার তলে।
একটু বেশি আমরা যদি
অর্থ পারি দিতে,
পরিবারে ভালো থাকার
হবে এদের হিতে।
ধনী গরিব সবার পুজো
সবাই মজা করুক,
মা’র দয়াতে আরো বেশি
খুশিতে ঘর ভরুক।
ফিরবে না তবু চাই
হারিয়ে গেছে শৈশব আজ
যখন দেখি ভেবে,
চাইলে পরে আমার কাছে
ফিরিয়ে কেউ দেবে?
অনেক ভালো ছিল তখন
সত্যি বলছি ভাই,
পাবো না জানি তবুও আমি
আবার পেতে চাই।
সবার সাথে সবুজ মাঠে
খেলেছি ফুটবল,
নিজেরা সব ভাগটা করে
বানিয়ে দুটো দল।
খেলার শেষে ফেরার পথে
পুকুরে স্নান করা,
হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে
সন্ধ্যাবেলায় পড়া।
রাতে খেতাম মায়ের তৈরি
সবজি দিয়ে রুটি,
ভালো লাগতো শনির পরে
রবিবারের ছুটি।
আসবে না তো জানি আবার
শৈশব কভু ফিরে,
ভাবতে থেকে জমতে থাকে
কষ্ট মনটা ঘিরে।