প্রবন্ধে রতন বসাক

অসহায় মানুষ ও জীবদের সেবা করাটাই পরম ধর্ম 

পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশিরভাগ মানুষরাই সুস্থ ও সবল ভাবে জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে । তবে কিছু মানুষ আছে যারা জন্ম থেকে কিংবা কোন আঘাতের কারণে আর সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারছে না । তাদের মধ্যে অনেকে এতটাই অসহায় যে, নিজের দৈনিন্দন স্বাভাবিক কাজগুলোও করতে পারে না । ফলে তারা অন্যের মুখাপেক্ষী হয়ে দিন গুনতে থাকে ।
সুস্থ ও স্বাভাবিক মানুষের তুলনায় সেই সব অসহায় মানুষের সংখ্যা খুবই নগণ্য । তাদেরকে আমরা যারা ভালো আছি । তারা একটু যদি সহায়তার হাত বাড়িয়ে দিই তাদের জন্য । তাহলে তারা এই পৃথিবীর কিছুটা সুখ অনুভব করতে পারে । সেইসব মানুষগুলোতো নিজের কারণেই এতো কষ্টে আছে । এক একটা দিন তাদের কাছে পাহাড় সমান লাগে । আমাদের একটু ভালোবাসা পেলে তারা নিজেকে অনেক ধন্য মনে করে ।
তবে সমাজে এও দেখা যায় যে, কিছু মানুষ সুস্থ থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তি অবলম্বন করে চলেছে অাজও । আসলে তারা কর্ম বিমুখ হয়ে থাকে । একটু ভিক্ষা করে যদি কিছু আয় করা যায় । তাই তারা আর কঠোর পরিশ্রম করে আয় করতে চায় না । এদের কোন সময়ই আর্থিক সাহায্য দেওয়া উচিত নয় । সম্ভব হলে কোন কাজ করার জন্য উদ্বুদ্ধ করা উচিত এদেরকে ।
মহান পুরুষ স্বামী বিবেকানন্দ মহারাজ বলেগেছেন যে, ” জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর । ” তাই আমি ওনার সঙ্গে সহমত হয়ে বলবো যে, আমরা ভগবানের নামে সারা বছর অনেক অর্থ ব্যয় করে থাকি নিজের নিজের মনোকামনা পূরণ করার জন্য । আসলে সেই অর্থ ব্যয় কি ভগবানের কাছে যায় ? নাকি ভগবানের এতটাই প্রয়োজন যে, আমাদের অর্থের প্রয়োজন তার ? আমরা জীবনে যা পেয়েছি সব কিছুই তো ভগবানের আশীর্বাদে । তাই ভগবানকে কি আমরা কোন কিছু দিতে পারি ?
আমি বলবো ভগবানকে যদি আমরা কিছু দিতেই চাই সেটা হোক – শ্রদ্ধা, ভক্তি, আর জীবে সেবা । প্রত্যেকটা অসহায় জীবের প্রতিই আমাদের দয়া দেখানো উচিত । জীব হত্যা মহাপাপ । প্রত্যেকটি জীবের বাঁচার অধিকার আছে এই জগতে । অসহায় যেকোনো জীবকেই যদি আমরা একটু সহায়তার হাত বাড়িয়ে দিই । তাহলে সেটাই পরম ধর্ম হবে আমি মনে করি । তাই আসুন ভগবানের আশীর্বাদ যদি পেতেই হয় । তবে অসহায় মানুষ এবং জীবদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই সবাই মিলে । যার যতটুকু সম্ভব তার ততটুকুই সাহায্য করাটা শ্রেয় হবে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।