সম্পাদিকা উবাচ

কখনও কখনও মনে হয় গভীর খাদের সামনে নির্বোধের মত দাঁড়িয়ে আছি৷ চারিপাশে কেউ নেই, কিচ্ছু নেই৷ নিস্তব্ধ ভাগীরথীর গাঢ় অন্ধকারে নৌকার পাল ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে, জন্মান্তরের গল্প উড়ে আসে বাজের ডানায়৷ পথের দুধারে ল্যাম্প পোস্টের ছায়াগুল থেকে এত কাল যারা বেরিয়ে এসেছিল- তারা আজকাল রাস্তার মোড়ে মোড়ে টেলিফোন বুথ হয়ে দাঁড়িয়ে আছে৷ সম্পর্ককে কাটাছেঁড়া করবে বলে ডিটেকশন টেবিলে শোয়ান হয়েছে, ধোঁয়া ওঠা চায়ের কাপে আরও ঘোলাটে হচ্ছে সমীকরণের খেরোর খাতা৷
চোরা সুরঙ্গটা ব্যাবহার না করলে এমনি তার প্রবেশ পথ ঢাকা পড়ে যায়, সব কিছু ধ্বংস হওয়ার আগে আর একবার হাতে হাত রেখে খালি পায়ে
ঘাসের উপর হেঁটে দেখতে পার!
সুস্থ থাকুন ভালো থাকুন পড়তে থাকুন লিখতে থাকুন৷