|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় রবীন বসু

প্রিয় স্বাধীনতা

স্বাধীনতা তুমি রামকে দেখেছ? দেখেছ রহিমকে?
ওরা প্রতিবেশী ভাই, প্রতিদিন পাশাপাশি থাকে l
এবাড়ি ওবাড়ি যায়, এর গ্লাসে ও জল চেয়ে খায়
বিভেদ ছিল না কিছু, শুধু ভালোবাসা ছিল দায় l
স্বাধীনতা তুমি রামকে দেখেছ? দেখেছ রহিমকে ?
একটি হার্টে দুইটি কুঠুরি, সহাবস্থানে থাকে l
ওদের ছেলেরা ভাই ভাই, একে অন্যের সাথে খেলে
তুমি স্বাধীনতা কৌশলে বিষ ঢেলে দিয়ে গেলে!
স্বাধীনতা তুমি স্বর্গ-স্বপ্ন, আশার মিনার শক্ত
তোমাতে আমার বিপ্লবী ভাই ঢেলে দিল লাল রক্ত !
নেতাজি সুভাষ ভগৎ সিং ক্ষুদিরামের বলিদান
তোমার পতাকা উর্ধে ধরে বীর সেনা নওজোয়ান !
আজ দেখি তুমি হিংসা আর শুধু সন্ত্রাস কারবারি
ভাইকে বলছ ভাইয়ের বুকে বসাতে আমূল কাটারি!
অন্ধকার যারা চায় আর অসৎ যাদের ব্যবসা
তারাই সাজাচ্ছে সারা দেশময় খুনেরই পসরা !
স্বাধীনতা তুমি ফিরে এসো রাম রহিমের ঘরে
তিয়াত্তরে মুখ দেখি এসো, আজ সম্প্রীতি-মুকুরে !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।