|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় রিয়া ভট্টাচার্য

প্রলাপ

কবিতার খাতায় বেবাক লুকিয়ে সময়ের উড়োচিঠি…
কঠিন প্রলাপনামায় ক্ষুধিত সভ্যতার ক্রন্দন,
গহীন আরণ্যকে দংশিত আত্মার শিৎকার;
ক্ষমাহীন নিষ্ঠুরতায় পিষে ফেলা অভিমানী লাল চাদর,
গুঁড়িয়ে যাওয়া মেরুদণ্ডে পুরে লোহার চাবিকাঠি…
খটখটে চোখে যজ্ঞাগ্নির কালো ধূম,
স্থিমিত অস্থিমজ্জায় অনুভূত মৃত চেতনার স্পন্দনধ্বনি;
আঘাতিয়া বিপ্লব কড়া নাড়ে নৈব্যক্তিকতার দরজায় ‘
হিমরাজ্যের শাসনতলে দুমড়ে শুয়ে থাকে সম্মান…
ক্ষমতার সমাধিতলে নিশ্চুপ ঘুমোয় সভ্যতা,
কখনো পারদস্রোতে থমকে ভাসে নিয়তিলেখা ‘
কিলবিল করে তাতে নির্বাক যত চুপকথা,
সময়ের পানসি বেয়ে দূরদেশে ধায় দেশান্তরী…
হলুদ পাতায় উইখাওয়া প্রলাপ কাঁদে,
দ্বিধাজর্জর কালো জলে সমাপিত হৃদিচেতনা;
অন্তর চুপকথা এবার নির্বাণগল্প বলে।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।