T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রতন বসাক

নববর্ষের শপথ
ঢাকে কাঠি কষে মেরে
বাজা মনের সুখে,
নতুন বছর এলো চলে
হাসি ফুটুক মুখে।
শঙ্খ বাজুক উলু দে’রে
আনন্দ আজ ঘরে,
পুরানো যাক ধুয়ে মুছে
কালবৈশাখী ঝড়ে।
হিংসা বিভেদ সূর্য তাপে
যাক’রে জ্বলে পুড়ে,
আয়’রে ছুটে আশা ভরে
থাকিস না’রে দূরে।
নববর্ষের প্রথম দিনেই
শপথ কর’রে মনে,
দ্বন্দ্ব ভুলে চলবো সাথে
মিলে সবার সনে।
নতুন এলে পুরানো যায়
স্মৃতির ঘরে চলে,
কিছু করে দেখাতে তাই
উঠতে হবে জ্বলে।