কবিতা সিরিজে রতন বসাক

১| মেলায় চলো

বছর ঘুরে আবার এলো
রথের মেলা ওই,
মেলা যাবো ঘরে পড়তে
ভাল্লাগে না বই।

পড়াশোনা অনেক হলো
ঘুরতে আমি চাই,
মাগো তুমি আমায় নিয়ে
চলো মেলায় যাই।

রথের দড়ি সবার সাথে
ধরে দেবো টান,
ভক্তি ভরে জোর গলাতে
গেয়ে যাবো গান।

জিলিপি ও বাদাম ভাজা
ঘুগনি ফুচকা চাট,
মজা করে খাবো আমরা
সঙ্গে আলুর কাট।

খেলনাগুলো কিনে দেবে
সঙ্গে একটা বল,
অারো কিন্তু দিতেই হবে
বোনের জন্য ডল।

ঘোরা হলে ফিরে আসবো
টোটোয় চড়ে ঘর,
আমায় নিয়ে চলো এখন
করছি মাগো গড়।

২| কাজ করে যাও

জল বায়ু মাটি যার পরে হাঁটি
সুখে থাকি তাতে সব,
ভুল কভু হলে দিও তুমি বলে
পাশে থাকে সদা রব।

কভু কাটে সুখে কভু যায় দুখে
দিন রাত বয়ে চলে,
রবি এলে দিন দুখী করে ঋণ
জ্ঞানী জনে এই বলে।

ঠিক পথে চলো খুলে কথা বলো
ভয় দূরে রেখে দাও,
আশা কম করো জ্ঞানে মন ভরো
যদি সুখী হতে চাও।

বাধা কভু পেলে যাও তারে ঠেলে
ভরে নিয়ে মনে জোর,
যাঁরা আগে যায় তাঁরা দিশা পায়
রাত কেটে হয় ভোর।

কাজে সব মেলে খুশি হয় পেলে
বসে থাকো কেন তবে?
পুরো মন ভরে কিছু কাজ করে
নাম রেখে যাও ভবে।

৩| রাগী কাকু

কিছু ছেলে নিচ থেকে
আম পাড়ে ঢিল মেরে,
তাই দেখে বাড়ি থেকে
রাগী কাকু আসে তেড়ে।

ওড়ে দাঁড়া আমি আসি
ধরে নিলে মার দেবো,
যতোগুলো পেড়েছিস
সব আম কেড়ে নেবো।

এই কথা কানে শুনে
দৌড় মারে সব ছেলে,
তাঁরে দেখে ভয় পেয়ে
কিছু আম নিচে ফেলে।

কাকু এসে দেখে গাছে
একজন বসে আছে,
তোরে বেঁধে রেখে দেবো
নিচে নেমে আয় কাছে।

৪| শরীর ঢাকো

শাড়ি পরে নারীর শরীর
ঢাকে বাংলার রীতি,
সুন্দর লাগে দেখে তাঁরে
বাড়ায় এতে প্রীতি।

অঙ্গ খুলে রাখলে পরেই
তাতে দৃষ্টি পড়ে,
এই সমাজে তার কারণে
শালীনতা সরে।

ভিন দেশী ঐ সিরিয়ালটা
দেখে নকল করে,
খোলামেলা জামা কাপড়
অনেকে তাই পরে।

এসব করা নয়তো ভালো
নারী তুমি জানো,
অঙ্গ ঢাকতে সবার আগে
শ্লীলতা সব মানো।

যাহাই পরো শরীর ঢাকো
পরার সময় দেখো,
বিদেশ ছেড়ে নিজের দেশের
সংস্কৃতি সব শেখো।

৫| মায়ের আশা

মায়ের কাছে শিশু হলো
সবার চেয়ে বেশি দামি,
নিজের যতো দুঃখ কষ্ট
ভুলে যাবে পেলেই হামি।

স্বপ্ন দেখে অনেক বড়
সার্থক যেন শিশু করে,
মানুষ গড়বে কষ্ট সয়ে
সফল হতে বাজী ধরে।

শিশু মায়ের রক্তে বন্ধন
ভালোবাসা বেড়ে চলে,
সুখ সুবিধা সবটা দিতে
চেষ্টা করবে মনের বলে।

বাধা বিপদ আসুক যতো
রক্ষা করবে আগে গিয়ে,
চায় না পেতে খুশি হয় মা
সারাজীবন শুধুই দিয়ে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।