T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় রঞ্জনা বসু

এসো আলো
এসো হে বৈশাখ
ভালো থেকো, ভালো রেখো
চৈত্রের রেখে যাওয়া আশা বিশ্বাস
শান্তির সকাল এনো, আকাশের আলো
সে আলোয় ভরে উঠুক যে শিশু জন্মালো।
ক্ষুধায় তৃপ্তি দিও
দিও নিশ্চিন্ত ঘুমের রাত
বর্ষ সুখের আলপনা ছুঁয়ে থাক চৌকাঠ
মাধুকরী জীবনে একমুঠো ভাত রেখো
প্রখর রোদের গায়ে ছায়া যেন এনে দিও।
বেঁচে থাক স্মৃতি
রিক্ত যা কিছু ছিল মুছে হোক ভালো
উদাসীন মন জুড়ে ফুটে থাক আলো
সময়ের অন্তরালে যে নিদারুণ শোক
সে শোক ভুলিয়ে দিক আগামী বছর।