T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় রতন বসাক

নতুন সনের শপথ
বছর শেষে আবার এলো
নতুন সনটা ফিরে,
ভালো কাটুক সবার জন্য
আশা তাকে ঘিরে।
পুরানো দুখ ভুলতে হবে
আগে চলতে হলে,
সুখে থাকার আলো তবে
উঠতে পারে জ্বলে।
প্রভুর কাছে প্রার্থনা এই
সদা পাশে থেকো,
চলার পথে বাধা কিংবা
বিপদ এলে দেখো।
সবাই মিলেই চলতে হবে
বিভেদগুলো ভুলে,
পিছিয়ে কেউ গেলে পরে
ধরবো তারে তুলে।
একা একা যায় না বাঁচা
এই কথাটা জেনো,
নতুন সনের শপথ নিয়ে
নিয়ম নীতি মেনো।