প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

বমতি চাল

আমার খোলা উঠোনে একটা উনুন আছে, যেখানে মায়াবী আলো ফুটতে থাকে হাঁড়িতে৷ তোমার প্রতিশ্রুতিরা পেন স্ট্যান্ডে এক একটা কলম হয়ে রয়ে গেছে৷ তোমার মেটে রঙা আহ্লাদ আরব্যরজনীর মত আলোছায়া চিহ্ন এঁকেছে দেওয়ালের আনাচে কানাচে৷ আমার চোখে আস্ত একটা জলাশয় জেগে উঠলে তুমি সাঁতরাতে সাঁতরাতে ক্রমে গভীরে আরও গভীরে তলিয়ে যাও৷ ক্রমে বাড়তে থাকা উষ্ণতায়, জল উদ্বায়ী হলে আমার শরীর থেকে বাসমতি চালের গন্ধ মিশে যেতে থাকে বাতাসে৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।